খুলনার খবর // রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পরা ১৯ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
গতকাল রোববার (১লা জানুয়ারী) বিকেল ৩টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর কুশাহাটা এলাকায় জেলে গুরু হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।
বিকেলে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে নিয়ে এলে প্রকাশ্য নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৮৪০ টাকায় মাছটি ক্রয় করেন দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের মো: শাজাহান মিয়া।
এসময় মো: শাজাহান মিয়া জানান, বিকেলে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৮৪০ টাকায় ক্রয় করে পরে বিকেলে ঢাকায় এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায় মোট ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।তিনি আরো জানান এ অঞ্চলের নদীতে প্রায়ই এধরনের মাছ পাওয়া যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।