শরিফুল ইসলাম // খুলনায় কমেছে তাপমাত্রা, সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা।আজ বৃহস্পতিবার সকাল ৬টায় খুলনায় ১৭ ডিগ্রি তাপমাত্রা এবং ৮৩ শতাংশ বাতাসের আর্দ্রতা নির্ধারণ করা হয়েছে বলে জানান আবহাওয়া অফিস।
এদিকে শীতের কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন অসহায় নিম্নআয়ের মানুষগুলো। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
রিকশাচালক আয়ুব আলী বলেন,কয়েক দিন থেকে শীতের প্রকোপ বেড়ে যাওয়াতে রিকশা নিয়ে সকালবেলা কাজে যেতে পারছি না। যদিও কোনো দিন কাজে যাচ্ছি, ইনকাম হচ্ছে না। কারণ মানুষ বাইরে বের হচ্ছে না শীতের কারণে। সংসারে তিনজন সদস্য রয়েছে। আমাকে রিকশা চালিয়ে তাদের চালাতে হয়। খুব বিপাকে পড়েছি।
বটিয়াঘাটার এক কৃষক বলেন, গত তিন দিন ধরে ঘন কুয়াশা। হিমেল বাতাসের কারণে শীত বেশি। সেই সঙ্গে সূর্যেরও দেখা মিলছে না। বোরো ধানের বীজতলা নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছি।
তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামি দুইদিন আরো শীতের প্রকোপ থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।