পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুর আজাদ মার্কেটে শীতার্থদের পর্যাপ্ত ভীড় জমেছে। যশোর-সাতক্ষীরা হাইওয়ে রোডের পূর্ব পাশে বএনপি অফিসের পিছনে আজাদ মার্কেটে দীর্ঘদিন ধরে বার মাস কম-বেশি পুরাতন কাপড়ের বাজার বসে। হঠাৎ শৈত প্রবাহে শীতার্থ মানুষের ভীড় জমেছে পর্যাপ্ত। এ কারনে আজাদ মার্কেট থেকে শীতের পুরাতন কাপড় কিনতে ভীড় করছে কেশবপুরসহ আশপাশের উপজেলার ক্রেতারা।
জানা গেছে,কেশবপুর শহরের প্রাণ কেন্দ্র থানার মোড়ে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ আবুল হোসেন আজাদ-এর পড়ে থাকা জমির ওপড় গড়ে উঠেছে আজাদ মার্কেট। এ মার্কেটে প্রায় অর্ধশত দোকান রয়েছে। দোকানের মালিকরা সকলেই দেশী-বিদেশী পুরাতন কাপড়ের ব্যাবসা করে সংসার যাত্রা নির্বাহ করে থাকেন। কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম হওয়ায় কেশবপুরসহ আশপাশের উপজেলার ক্রেতারা ভীড় করছে এ মার্কেটে।
ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এ মার্কেটের কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম। এ কাপড়গুলো জাপান, চায়না, আমেরিকা, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করেন ঢাকা ও চট্টগ্রামের বড় বড় ব্যাবসায়ীরা। সেখান থেকে কিনে এনে তারা এ মার্কেটে বিক্রি করেন।
পৌর এলাকার বাজিতপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, গত কয়েক দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তিনি ৩’শ টাকায় একটি জ্যাকেট কিনেছেন। কম দামে ভাল জ্যাকেট কিনতে পেরে তিনি বেশ খুশি।
ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের গৃহীনী রেহেনা খাতুন জানান, শুনেছি আজাদ মার্কেটে কম দামে ভাল মানের শীতের কাপড় পাওয়া যায়। তাই তিনি শীতের কাপড় কিনতে কেশবপুরের এ মার্কেটে এসেছেন।
ব্যাবসায়ী মশিয়ার রহমান জানান,এ মার্কেটে বিনা ভাড়ায় গত ১০ বছর ধরে পুরাতন কাপড়ের ব্যবসা করে আসছি। শীত বৃদ্ধির পাওয়ার সাথে সাথে গত সোমবার থেকে বেচা-কেনা বেড়েছে। আমাদের ঘর মালিক এত সুবিধা দেওয়ার জন্য তাঁর কাছে কৃতজ্ঞ।
এ বিষয়ে মার্কেটের মালিক আলহাজ্জ আবুল হোসেন আজাদ-এর সাথে কথা হলে তিনি জানান, এখানকার ব্যাবসায়ীর সকলেই কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তাদের কাছ থেকে কোন রকম ভাড়া নেওয়া হয়না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।