1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুর মাদ্রাসায় আজীবন সদস্য সম্মেলন ও পাগড়ি প্রদান লোহাগড়ায় এনপিপির পৌর সম্মেলনের প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় দিনব্যাপী পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে শীতার্ত কোমলমতি শিশুদের মাঝে জামা, কাপড়, বয়স্কদের কম্বল বিতরন তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ নওগাঁ মান্দায় ছুটির দিনে সরকারি বই বিক্রির সময় ধরা খেয়ে পালালেন প্রধান শিক্ষক খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের শোকবার্তা খুলনা সার্কিট হাউজের নিরাপত্তা প্রহরী ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু খুলনায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া, ভোরে যুবকের বিশেষ অঙ্গ কর্তন নড়াইলে কুল চাষে দুই বন্ধুর বাজিমাত কেএমপি ডিবির অভিযানে সন্ত্রাসী ব্লেড বাবু গ্রেফতার মোংলায় রাতের আধারে মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ কেশবপুরে সেচ্ছাসেবক দলের সাংগঠনিক প্রস্তুতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে,দূর্নীতি মুক্ত নেতৃত্ব দরকার ইউ.পি.আর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র উপহার যশোরের বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবাইতদের নয় দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বর্জ্য থেকে তৈল ও গ্যাস তৈরি করতে চায় সাতক্ষীরা ছেলে পীযূষ দত্ত সাতক্ষীরার কালিগঞ্জে উপস্থিতি শূন্যতায় বিএনপির সম্মেলন পণ্ড জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের গেজেট প্রকাশ

কে হবেন ২২তম রাষ্ট্রপতি, আলোচনায় পাঁচ নাম 

  • প্রকাশিত : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০৯ বার শেয়ার হয়েছে

নিউজডেস্ক // বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হচ্ছে। এর ৬০ কিংবা ৯০ দিন আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা সেটিই এখন সর্বত্র আলোচনায়। রাষ্ট্রের সবচেয়ে পদে রাজনৈতিকভাবে পোড় খাওয়া ও বিশ্বস্ত কাউকে বেছে নিতে চাইবে আওয়ামী লীগ।রাজনীতির অন্দরমহলে রাষ্ট্রপতি পদের জন্য বিভিন্ন ব্যক্তির নাম আলোচিত হচ্ছে। তবে আলাপ-আলোচনা যাই থাকুক না কেন, দিন শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এই মুহূর্তে চার-পাঁচটি নাম বেশি আলোচিত হচ্ছে। তাদের মধ্য থেকে একজনকে শেখ হাসিনা রাষ্ট্রের সবচেয়ে বড় পদটিতে মনোনয়ন দেবেন এমনটাই শোনা যাচ্ছে।

তৃণমূল থেকে উঠে আসা বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদ মো. আবদুল হামিদ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি, যিনি টানা দ্বিতীয় মেয়াদে এ পদে দায়িত্ব পালন করছেন। প্রথমে ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন তিনি। পাঁচ বছর মেয়াদপূর্তির পর ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ নেই। এ প্রসঙ্গে সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘একাধিক্রমে হোক বা না হোক, দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকতে পারবেন না।

ফলে মো. আবদুল হামিদের রাষ্ট্রপতি হিসাবে চলতি মেয়াদই শেষ,আর রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে অথবা মেয়াদ শেষ হইলে মেয়াদ সমাপ্তির তারিখের পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

সংবিধানের এই নির্দেশনা অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ ২৩ এপ্রিল শেষ হচ্ছে। এর আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক-প্রস্তুতি শুরু করেছে সরকারি দল।

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগসহ বিভিন্ন মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জাতীয় সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে। এর পেছনে যুক্তিও আছে। প্রথমত এর আগে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার ছিলেন। সেজন্য স্পিকার থেকে আওয়ামী লীগ রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে-এরকম একটি ধারণা অনেকের মধ্যে কাজ করছে। আবার অনেকেই মনে করছেন, ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন।

সম্ভাব্য রাষ্ট্রপতির এই আলোচনায় আরও বেশ কয়েকজনের নাম ভেতরে ভেতরে শোনা যাচ্ছে। বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

বেগম মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা হিসাবে দেখা যেতে পারে চলতি অধিবেশনে। তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

প্রবীণ রাজনীতিক আমির হোসেন আমুকে শেষ জীবনে শেখ হাসিনা আবারও মূল্যায়ন করবেন এমন কথাও শোনা যাচ্ছে।

এদিকে মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের নামও রাষ্ট্রপতি পদে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।তাদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি করা হতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সালের ২৭ নম্বর আইন)-এর ৫ ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারির শেষ সপ্তাহে এই নির্বাচনের তফশিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।