সাতক্ষীরা প্রতিনিধি // হাড় কাঁপানো শীতে হার মেনে যাচ্ছে শীতের পোশাক। একটু গরম তাপের পরশ পেতে আগুনই যেন শেষ ভরসা।আজ রোববার (৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতার মোড় এলাকায় সড়কের পাশে টায়ার, কাগজ, কাঠ জ্বালিয়ে দলবেঁধে ৮-১০ জনকে আগুন পোহাতে দেখা গেছে। গত চার দিনের তীব্র শীতে নাজেহাল হয়ে পড়েছে এ জেলার জনজীবন।
সঙ্গীতার মোড়ে টায়ার জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছিলেন দোকান শ্রমিক শহিদুল। তিনি বলেন ৩ দিন ধরে একই রকম ঠান্ডা।খুবই কষ্ট হচ্ছে।শীতের কাপড় পরার পরও আগুন জ্বালাতে হচ্ছে।
রিকশাচালক আলামিন হোসেন বলেন, গত চার দিনে যা আয় হয়েছে তাতে রিকশার ভাড়াও ওঠেনি। এমন ঠান্ডায় রিকশায় কোনো যাত্রী উঠতে চায় না, বাতাস লাগে তাই। আমরা যারা রিকশাচালক তারা অনেকেই শীতের মধ্যে রিকশা চালিয়ে ঠান্ডা-জ্বরে ভুগছি।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে সকাল থেকে শহরে সীমিত লোকের চলাচল লক্ষ্য করা গেছে। শিশু ও বয়স্কদের নিয়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। তীব্র শীতে কাহিল হয়ে পড়ছে জনজীবন।শহরের বিভিন্ন মোড়ে রাস্তার পাশে আগুন জ্বালিয় তাপ নিতে দেখা গেছে অনেককেই।
এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। হাচি-কাশিসহ কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে গরম পানি পান করাসহ গরম কাপড় ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।