প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // অভয়নগরের চেঙ্গুটিয়ায় গড়াই বাসের ধাক্কায় প্রান গেল এক মটরসাইকেল আরোহীর। রোববার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বসে ছিলেন দুজন। যশোর থেকে আশা একটি গড়াই বাস বেপরোয়া ভাবে এসে ধাক্কা দেয় সেই মোটরসাইকেলকে। ঘটনাস্থলেই মোটরসাইকেলে বসে থাকা একজনের মৃত্যু হয়। এবং আরেকজনকে আশংকাজনক অবস্থায় হাস্পাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মারা যাওয়া ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৮)। তিনি অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিকমিস্ত্রি ছিলেন। আহত আরেকজনের নাম নয়ন শেখ (২৫)। তিনি একই গ্রামের মুজিবর শেখের ছেলে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন একটি খননযন্ত্র দিয়ে চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কের কিছু অংশ খুঁড়ে ফেলেন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়ক দিয়ে আবার যানবাহন চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইকবাল হোসেন ও নয়ন শেখ একটি মোটরসাইকেলে করে উপজেলার নওয়াপাড়া বাজার থেকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় পৌঁছে তাঁরা মহাসড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে তার ওপর বসে ছিলেন। মোটরসাইকেলের সামনের দিকে ইকবাল ও পেছনে নয়ন শেখ বসে ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে অতিক্রম করা সময় তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। গুরুতর আহত হন নয়ন শেখ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় নয়নকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বাসের ধাক্কায় ইকবাল হোসেন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়ন শেখ নামের আরেক ব্যক্তি। ঘটনার পরভ বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।