মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি // নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ ও প্রতারণার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার মদিনাপাড়া এলাকা হতে স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যদ্বয় হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার তুহিন মোল্যা(৩৫) ও বাগেরহাট জেলার মোঃ রিপন শেখ(৩০)।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নড়াইল ও তার আশেপাশের এলাকায় গরীব ও অসহায় চাকরি প্রত্যাশীদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। চক্রটির সদস্যরা নিজেদেরকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশ কনভার্স-স্যু ও মোটরসাইকেলে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করে চাকরি প্রত্যাশীদের আকৃষ্ট করতো।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের প্রতারণার কথা স্বীকার করেছে। তারা উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নিরীহ ব্যক্তিদের বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখাতো। এভাবে তারা চাকরি প্রত্যাশী গরিব, অসহায় ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।