খুলনার খবর // বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণ করলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হ্যাস। তিনি তিন দিন ধরে সুন্দরবনের করমজল, কচিখালি, কটকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে কয়েকজন সঙ্গীও ছিলেন।
সুন্দরবনসুন্দরবন করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান,৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হ্যাস,যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত চার জন এবং কয়েকজন বাঙালি কর্মকর্তা খুলনা থেকে লঞ্চে সুন্দরবনের কটকা পর্যটন কেন্দ্রে যান। সেখান থেকে তারা নিকটবর্তী কচিখালি পর্যটন কেন্দ্রেও যান। সেখানে তারা লঞ্চে ৯ জানুয়ারি পর্যন্ত অবস্থান করেন।রাতে কটকা থেকে রওনা হন এবং ১০ জানুয়ারি সকাল ৭টায় করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এসে পৌঁছান। দেড় ঘণ্টা রাষ্ট্রদূত এবং তার সঙ্গীরা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবস্থান করেন। এ সময় তারা সেখানকার বিভিন্ন পর্যটন স্থান ঘুরে দেখেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।