প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগরে মাথায় পিস্তল ঠেকিয়ে সুব্রত মন্ডল (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৮টার সময় উপজেলার দামুখালী গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলের ১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানা জায়নি। নিহত সুব্রত মন্ডল দামুখালী গ্রামের অনাদী মন্ডলের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দামুখালী গ্রামের ব্রজেন মন্ডলের চায়ের দোকানে সকাল ৮টার দিকে চা খেতে যায় সুব্রত মন্ডল। ওই চায়ের দোকানের মধ্যে ২ জন অস্ত্রধারী আগে থেকে বসে ছিল। এ সময় অস্ত্রধারীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৪টি গুলি করলে সুব্রত মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেলে করে ফুলতলা উপজেলার জামিরার দিকে চলে যায়। ঘটনাস্থলেই সুব্রত মারা যায়। হত্যাকাণ্ডের সময় চায়ের দোকানে আসা তিনজনের দিকে পিস্তল তাক করে দোকান থেকে বের হতে বাধা দেয় সন্ত্রাসীরা।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, উপজেলার দামুখালী গ্রামের একটি চায়ের দোকানে সুব্রত মন্ডল নামে এক মাছ ব্যবসায়ী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।