বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি // গতকাল বটিয়াঘাটা উপজেলা ১নং ইউনিয়ন উত্তর শোলমারী অবৈধভাবে নদী দখল করে পাজায় ইট পোড়ানোর বিরুদ্ধেম্যমান আদলতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়,জানা জায় শেখ শরিফুল ইসলাম সুমন মালিকানা জমিতে অনুমতি ছাড়া গাছ পুড়িয়ে ইট তৈরি করায় পরিবেশর ক্ষতি অতিরিক্ত বোঝাই দিয়ে ট্রাক-ট্রলি ইট বহনের কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হওয়ার পথে।
১নং জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায় জানান,প্রতিবছর ভাটার লাইসেন্স নবায়ণ করতে হলে ট্রেড লাইসেন্স নিতে হয়।বটিয়াঘাটা উপজেলার ভাইচ চেয়ারম্যান নিতাই গাইন বলছেন নদী বাঁচলে,বাঁচবে দেশ।নদী ভরাট হলে নদীর পাশের বসবাসকারী ১০ থেকে ১৫ গ্রামের হাজারো মানুষ বছরের আট মাস পানির নিচে ডুবে থাকবে। তাছাড়া কাজী বাছা,শোলমারি,ভবদহের পানি নিষ্কাশন নিয়েও জটিলতার সৃষ্টি হবে।’
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রহমান খান খুলনা পরিবেশ আইনের আওতায় যদি সঠিক থাকে, তাহলে সেই ইটভাটার অনুমোদন দিয়ে থাকি। তবে নদী দখল করে ইট বাটা থাকলে তা সম্পূর্ণ অবৈধ।পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রহমান খান এর নির্দেশনায়
ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগত অর্থ আদায় সঙ্গে লাইসেন্স বাতিল করা হচ্ছে।অবৈধ ইট প্রস্তুত আইন ২০১৩ সংশোধন ২০১৯ অনুযায়ী ইট বাটা স্হাপন বিনা অনুমতিতে ইট প্রস্থুত করিতে পারি বেনা,গোপন সংবাদ পেয়ে এখানে পরিবেশের ক্ষতি করে পাজা পদ্বতিতে ইট পোড়ানো হয়,পবিবে অধিদপ্তরের গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত গঠন এস্থলে এসে সত্যতা পায়,ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান ও খুলনা জেলা পরিবেশ কার্যালয়ের সরকারি পরিচালক মোঃ আবু সাইদ,পরিদর্শক মোঃ মোস্তাফুজুর রহমান, বটিয়াঘাটা থানর এস আই সাফুর রহমান সঙ্গীয় পোর্স,বটিয়াঘাটা ফায়ার সার্ভিসের এস্টেসনের অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এক দল ফায়ার ফাইটার কর্মিরা ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।মালিক শেখ মোঃ শরিফুল ইসলাম সুমনকে না পাওয়া স্থানীয় চেয়ারম্যানের কাছে বুঝি য়েদেওয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।