সাতক্ষীরা প্রতিনিধি // তীব্র শীতে সাতক্ষীরায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর, সর্দি, কাশি ও কোল্ড ডায়রিয়াসহ নিউমনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। একই অবস্থা সাতক্ষীরা শিশু হাসপাতাল, সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত এক সপ্তাহে মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, শিশু হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে অনন্ত ১০০০ থেকে ১২০০ রোগেী ঠান্ডাজনিত রোগে চিকিৎসা সেবাগ্রহণ করেছেন।
শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, সকাল ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় কনকনে ঠান্ডার কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।ফলে প্রতিটি হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে স্থানীয়দের মধ্যে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা গেছে, শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি।বারান্দাতেও অতিরিক্ত বেড দিয়ে রোগীরা চিকিৎসাসেবা নিচ্ছেন। শিশু ওয়ার্ডে ৫০ শয্যার ক্যাপাসিটি থাকলেও প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শামছুর রহমান জানান, বর্তমানে ৫৫ জন শিশু ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া, নিউমনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিয়ে থাকেন প্রতিদিন গড়ে ৭৫ থেকে ৮০ জনের মতো রোগী। তাদের মধ্যে অধিকাংশই শিশু। গত এক সপ্তাহে মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ৫০০ থেকে ৬০০ রোগী চিকিৎসা নিয়েছেন।
সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ডাক্তার ও জনবল সংকটের কারণে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।