পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে কবি ও লেখক মুনছুর আযাদের ‘পরশমণি প্রবন্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার মুজগুন্নী-ইমাননগর এলাকার সমাজ হিতৈষী সংগঠন চাঁদের আলো এ অনুষ্ঠানের আয়োজন করে।
অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ লেখক ও শিক্ষাবিদ রফিকুল বারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন। মুখ্য আলোচক ছিলেন, শিক্ষাবিদ,কবি, নাট্যকার, সব্যসাচী, লেখক মোহাম্মদ শফি।বিশেষ আলোচক ছিলেন, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম,আব্দুল আলীম ও মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোতাহার হোসাইন,ইউপি সদস্য সাখাওয়াত হোসেন,পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদের সভাপতি নজরুল ইসলাম খান,বেসরকারি সংস্থা সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম,সমাজসেবক অলিয়ার রহমান,ফজলুল করিম গাজী,খন্দকার আব্দুল্লাহ লিটন ও এস এম হাফিজুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,পরশমণি প্রবন্ধগ্রন্থের লেখক মুনছুর আযাদ।আলোচনার পরে অতিথিবৃন্দ কবি ও লেখক মুনছুর আযাদের’পরশমণি প্রবন্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।