মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি // খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১নং জলমা ইউনিয়নের গুপ্তমারী, দাউনিশয়া এলাকায় শৈলমারী নদীর অববাহিকায় শীতের বিকালে পিঠা উৎসবের আয়োজনে প্রায় দশ সহস্রাধিক মানুষের ঢল নামলো।
স্হানীয় ছয়ঘরিয়া-গুপ্তমারী-দাউনিয়াফাঁদ এলাকাবাসীর আয়োজনে গতকাল শনিবার এ উৎসব অনুষ্ঠিত হয়। দাকোপ, ডুমুরিয়া ও ০পাইকগাছাসহ উপজেলার হাজার হাজার মানুষের ঢলে এক পর্যায়ে উৎসবে পরিনত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে এ সময় আগন্তুক মানুষের মাঝে বসিয়ে বিনামূল্যে হরেক রকমের পিঠা-পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।উৎসবটি বিকাল তিনটা থেকে গভীর রাত পর্যন্ত চলে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বঙ্গবন্ধু পাঠাগার গবেষণা পরিষদের উপদেষ্টা ড.প্রশান্ত কুমার রায়,উপজেলা ভাইস- চেয়ারম্যান নিতাই গাইন,মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার( প্রশাসন)দিপক মন্ডল,ইউপি চেয়ারম্যান বিধান রায়,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সিনিয়র সহ-সভাপতি পরিতোষ রায়,ঝরনাধারা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন,সাংবাদিক অরুপ জোদ্দার,সাংবাদিক পরাগ রায়,সাংবাদিক অমলেন্দু বিশ্বাস,সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল,সাংবাদিক আরিফুজ্জামান দুলু,এ্যাড.রমেশ মল্লিক, খুবির ভিসির পিএ অমিতাভ মিস্ত্রি, বীরমুক্তিযোদ্ধা নিরন্জন কুমার রায়,সিপিবি নেতা অশোক মন্ডল,গুরুচাঁদ ট্রাষ্টের সাধারণ সম্পাদক অনুপম টিকাদার,ইউপি সদস্য অশোক মন্ডল,সমাজসেবক বিজন রায় প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।