যশোর প্রতিনিধি // দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান (৫৬)। গতকাল রোববার (১৫ জানুয়ারি) যশোর শহরের আরবপুরে ডিউটিতে ছিলেন তিনি।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মনিরুজ্জামান বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর গ্রামের মৃত আকুল আলী শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মনিরুজ্জামান ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাদ জোহর যশোর পুলিশ লাইন জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ বাড়ি বাগেরহাটের চিতলমারীতে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।