চুয়াডাঙ্গা প্রতিনিধি // চুুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনা সীমান্ত থেকে ১০টি সোনার বার’সহ ইমন আলী (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমন আলী ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, ওই দিন সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অভিযান চালায় বারাদি বিওপির টহল দল। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে টেপে মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।