হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি // ঝিনাইদহের শৈলকুপা হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। এমতাবস্থায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৭শে ডিসেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ছিল চলতি বছরের ১০ই জানুয়ারি। অফিস চলাকালীন সময়ের মধ্যে শর্তসাপেক্ষে প্রার্থীরা আবেদনপত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট জমা দেয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধান শিক্ষকের ১টি পদের বিপরীতে মাত্র ২টি আবেদনপত্র জমা পড়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান শিক্ষক পদে ২টি আবেদনপত্র জমা হয়েছে। যা তিনি স্বাক্ষর করে প্রতিষ্ঠানের রেজুলেশন খাতায় অন্তর্ভুক্ত করেছেন। আবেদনকৃতরা হলেন আক্কাস আলী ও মশিউর রহমান।
নির্দিষ্ট সময় শেষে আর কারও আবেদনপত্র জমা নেয়ার সুযোগ নেই। তবে আবেদনকৃত ২ জন প্রার্থীর পরীক্ষা গ্রহণের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এমন সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানানো হবে।
বিভিন্ন সুত্রে জানা যায়, প্রতিষ্ঠানের সভাপতি মানিক মোল্লা জোরপূর্বক তার পছন্দের প্রার্থীকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন। অথচ ওই প্রার্থী অদ্যাবধি প্রতিষ্ঠানে কোনো আবেদনপত্র জমা দেননি।
প্রতিষ্ঠানের সভাপতি মানিক মোল্লা বলেন, প্রধান শিক্ষক পদে ২ জন নয় ৬ জনের আবেদনপত্র জমা পড়েছে। সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন তিনিসহ একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের পছন্দের ব্যাক্তিকে নিয়োগ দেয়ার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. মনিরুল ইসলাম জানান, আমি এখন পর্যন্ত মৌখিক অথবা লিখিত কোনো অভিযোগ পাইনি। যদি কেই অভিযোগ দেয় তাহলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।