মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি // নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী লিমা খানমকে ২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে নড়াইল জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
গতকাল বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগড়া পৌর এলাকার মদিনাপাড়ায় অভিযান চালিয়ে মাদক কারবারি লিমা খানম (৩২) কে আটক করা হয়। তবে এসময় তার স্বামী শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করতে পারে নাই।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুস সালাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়ার পৌর এলাকার মদিনা পাড়ায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী লিমা খানমকে ২৮ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার স্বামী পালাতক রয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন, শ্রমিক নেতা মামুন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বেচাকেনা করে আসছে। এর পূর্বেও মামুন কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়েছে। সে এলাকার চিহ্নিত মাদককারবারি। এবিষয়ে লোহাগড়া থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।