এম.কে.জামান সুমন, ঢাকা // রাজধানীর সবুজবাগ থানায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করেছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন WE for You- ‘উই ফর ইউ- সকলের তরে আমরা’।সংগঠনটি সবুজবাগের বাসাবোতে রিক্সা চালক ও দিন মজুর ৫০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।
তরুন সমাজ সংগঠক রায়হান শরীফ সাব্বির এর উদ্যোগে নাজমুল হোসেন নাহিদ, সাইফুল ইসলাম (সৌরভ) ও আবু সাইদ রিয়াজের প্রচেষ্টায় করোনা মহামারির শুরুতেই সেচ্ছাসেবী এই সংগঠনের যাত্রা শুরু। বাসাবো ও ঢাকা ভিত্তিক কাজ শুরু করলে ও তাদের উদ্দেশ্য সমগ্র দেশব্যাপী অসহায় মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা। সংগঠনটির প্রথম উদ্যোগ ছিলো করোনা মহামারির মধ্যে করোনা আক্রান্তদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা।
তারই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হলো বলে জানান সংগঠনটির অন্যতম উদ্যোক্তা আবু সাইদ রিয়াজ। তিনি বলেন, এই শীতে যেখানে দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সমাজের সকলেই প্রয়োজনীয় শীতের কাপড় পরিধান করতে পারছে সেখানে অসহায় দিনমজুর, রিক্সা চালকগণ ঠান্ডায় কাতর হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় না থাকায় ঠান্ডা, জ্বর ও নিউমোনিয়া সহ অনেক অসুস্থতা জনিত সমস্যায় পড়েন। সেদিকে লক্ষ্য রেখেই আজ আমরা এই আয়োজনটি করলাম।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনটি অতিশীঘ্রই পথশিশু ও প্রতিবন্ধী বাচ্চাদের জন্য একটি লাইব্রেরি নির্মাণ করতে যাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে সমাজ সচেতনতা মূলক কর্মকাণ্ড, শিক্ষা উপকরণ বিতরন, শিক্ষাবৃত্তি প্রদান, কর্মসংস্থান সৃষ্টিসহ মানবসম্পদ উন্নয়নে কাজ করতে চায়।
তিনি এ ব্যাপারে সমাজের বিত্তবান সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।