খুলনার খবর // ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে বাবা-মেয়ে ও শ্যালকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুনসুরাবাদ বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা গাড়িকে আগুন ধরিয়ে।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার মাইনুদ্দিন (৩৫), তার মেয়ে তাবাসুম (৮) ও শ্যালক ভাঙ্গার মাজারদিয়া গ্রামের সৌরভ (১৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম জানান, ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ঢাকাগামী স্টারলাইন পরিবহণ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। পরে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। সড়কে আগুনে ধরিয়ে দেওয়া পরিবহণ পানি দিয়ে নিভিয়ে ফেলে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।