মেহেরপুর প্রতিনিধি // মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। আজ সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মালসাদহতে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নিহতের স্বামী ফিরোজ আহমেদ।
নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।
স্থানীয়রা জানায়, নিহত শামীমা তার স্বামী ফিরোজের সঙ্গে মোটরসাইকেলে করে প্রশিক্ষনের জন্য গাংনী যাচ্ছিলেন। তারা মালসাদহ ব্রীজ সংলগ্ন শোভা মটরস অ্যান্ড মেশিনারিজের সামনে পৌঁছলে দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা ইসলাম। ঘটনার পরপরই ট্রাকসহ চালক ও তার সহকারী পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে বলে জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।