সাতক্ষীরা প্রতিনিধি // সাতক্ষীরায় শুরু হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠাপুলি উৎসব।আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা শহরের আমতলা এলাকায় সাতক্ষীরা পাবলিক স্কুলের নিজস্ব ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা শতাধিক পদের পিঠা তৈরি করে স্টলে প্রদর্শন করছেন। শিক্ষার্থীদের হাতে তৈরি গ্রামবাংলার ঐতিহ্যবাহী এসব পিঠা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কিনতে দেখা গেছে।
আগামীকাল বুধবার বিকেলে সেরা পিঠা প্রস্তুতকারীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।