মুন্সী মোয়াজ্জেম,শালিখা থানা প্রতিনিধি || মাগুরার শালিখা উপজেলার আড়পাড়াসহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে চিনি,কেমিক্যাল ও রং মিশ্রিত নিম্নমানের ক্ষতিকর পাটালি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
আড়পাড়া বাজারের ডাক বাংলা সড়কের মসজিদের পাশে প্রতিনিয়ত ৬-৭ জন পাটালি ব্যবসায়ী এই ক্ষতিকর পাটালি বিক্রি করে যাচ্ছে।এদের সবার বাড়ি মাগুরা সদরের জাগলাতে।
আজ বৃহঃপতিবার (২৬ জানুয়ারি) আড়পাড়া বাজারের পাটালি ব্যবসায়ী অজয় কুমার সিকদার,অরুণ কুমার সিকদার সহ পাঁচ ছয় জন ব্যবসায়ীদের সাথে কথা করলে তারা জানায় আমরা বাড়ি পাটানি তৈরি করি। বললাম ভাই আমি একজন সাংবাদিক।আপনাদের বাড়ি যাবো চেক করতে।এখন তারা সত্য কথা বলতে শুরু করল।তারা বিভিন্ন বাজার থেকে এই পাটালি কিনে বিক্রি করে।
সম্প্রতি কালীগঞ্জ,কোটচাঁদপুরসহ বিভিন্ন বাজারে নিম্নমানের গুঁড় পাঠালি ব্যবসায়ীদের প্রশাসন জব্দ করেছে।ওই গুড় বা পাটলিতে রং উজ্জ্বল করতে মেশানো হয় ক্ষতিকর হাইড্রোজ ,ফিটকেরি ও সাদৃশ্য বিশেষ রং।এতে তৈরিকৃত পাটালি বিষাক্ত হলেও এভাবে প্রতিনিয়ত অবাধে বিক্রি করছে। আড়পাড়া বাজারে প্রতি কেজি পাটলির মূল্য ২০০ টাকা কেজি দরে বিক্রি করছে। একদিকে ক্রেতারা দামে ঠোকছে অন্যদিকে এই পাটালি খেয়ে শারীরিক নানা রোগে ভুগছে জনগণ। ফলে অসাধু পাঠালি ব্যবসায়ীদের গ্রেফতার করতে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষে কামনা করছেন এলাকার সচেতন জনসাধারণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।