খুলনার খবর || আগামী ৪ ফেব্রুয়ারি খুলনায় শান্তিপূর্ণ বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়ে জেলা ও মহানগর বিএনপি।গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।
এসময় তিনি বলেন, বর্তমান ফ্যাসিবাদ সরকার ক্ষমতা হারানো ভয়ে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গায়েবী মামলায় হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দি করে রেখেছে।স্বৈরাচার লুটেরা সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এদেশের জনগন আর তাদের ক্ষমতায় দেখতে চায় না।
আওয়ামী সন্ত্রাস, নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিভাগীয় সমাবেশ করবে।
তিনি আরো বলেন, আগামী ৪ জানুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ হবে শতভাগ শান্তি প্রিয়। ওইদিনের সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার ৫৯টি উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা যোগ দিবেন।শান্তিপুর্ণ সমাবেশ সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু,বদরুল আনাম খান,চৌধুরি শফিকুল ইসলাম হোসেন,একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু,মুজিবর রহমান,কাজী মিজানুর রহমান, কে এম হুমায়ুন কবির,মুর্শিদুর রহমান লিটন, মিজানুর রহমান মিলটন,সামসুল বারী পান্না,এড. কানিজ ফাতেমা আমিন,কাজী কামরুল ইসলাম বাবু,সিরাজুল ইসলাম লিটন,শাহ জালাল,হাবীবুর রহমান
হাবীব প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।