বেনাপোল প্রতিনিধি || যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্টথানার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও ঘিবা গ্রামের শহিদুল সরদারের ছেলে আহসান সরদার (২২)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপম কুমার জানান, মাদক পাচারের গোপন খবরে বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামের পাকা রাস্তার পূর্বপাশে অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা মূল্যের ৭ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।