পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের সাগরদাঁড়ি সপ্তাহব্যাপী মধুমেলার ৪র্থ দিন শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মধুমঞ্চে মধুসূদনের জীবন ও সাহিত্যের উপর আলোচনায় বক্তারা বলেন, মহাকবি মাইকেল মধুসুদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার ছিলেন। বাংলা সাহিত্যের সাথে পাশ্চাত্য সাহিত্যের সংযোজন ছিল তাঁর অনন্য এক সৃষ্টি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে চর্চা যশোরসহ সারাদেশে ছড়িয়ে দিতে হবে। তাঁর লেখা সাহিত্য বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। পাশ্চাত্য সাহিত্যের প্রতি আকর্ষণে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোননিবেশ করেন। কিন্তু জীবনের দ্বিতীয় পর্বে মাতৃভাষা তাকে পরম মমতায় আকৃষ্ট করে।
যশোর জেলা প্রশাসক তামিজুল ইসলাম খানের সভাপতিত্বে এবং যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আবু নাসির ও বাংলাদেশ শিশু একাডেমী কেশবপুর শাখা আবৃতি বিভাগের প্রশিক্ষক মাসুদুর রহমানের সঞ্চালনায় মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর পুলিশ সুপার বিপিএম(বার) প্রলয় কুমার জোয়াদার,ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ সেন্টারের অধ্যাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা,প্রফেসর ডাঃ এম,এ রশিদ।
আলোচনা করেন,যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব একরাম উদ দৌলা,যশোর সুরধ্বনির সভাপতি জনাব হারুন অর রশিদ,ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক,কথা সহিত্যিক মিস ম্যারিনা নাসরিন, কেশবপুর পয়েন্ট ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল কবি মকবুল মাফুজ,কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি,প্রাক্তন সাধারণ সম্পাদক ও সাংস্কৃতি ব্যক্তিত্ব মোতাহার হুসাইন ও সাতক্ষীরা বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব অনন্ত সরকার।
কেশবপুর উপজেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর পর ছিল আলোচনা সভা।চতুর্থ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও মধুভক্তরা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে।আলোচনা সভা শেষে মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান,নাটক ও যাত্রাপালা’বধু বলিদান’মঞ্চস্থ হয়। সপ্তাহব্যাপী এ মধুমেলা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।