খুলনার খবর || বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রের তামার তার চুরি করে নিয়ে যাওয়ার সময় ২ যুবককে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গতকাল শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিদ্যুৎকেন্দ্রের সাইলো এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকৃতরা হলো মো. তানভির (২৪) ও ওবায়দুল্লাহ শেখ (২৩)।
এ ঘটনায় আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন,বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে তামার তার পাচার করা হবে-এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেখানকার সাইলো এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল, ১৫ কেজি তামার তারসহ দুইজনকে আটক করা হয়।
আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। রামপাল থানায় তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।