শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি || খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তাজমিরা বেগম (৩৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় সে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লার স্ত্রী।মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে,তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাজমিরা পার্শ্ববর্তী একটি ইটভাটায় বাবুর্চির কাজ করতেন।প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে বাড়ি থেকে ভাটার উদ্দেশ্যে বেরিয়েছিল।এরপর তাদেরই ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।তবে কে বা কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ(ওসি)জিয়াউর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।নিহতের স্বামী ওবায়দুল্লাকে ও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।