পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের সাগরদাঁড়ি সপ্তাহব্যাপী মধুমেলার ষষ্ঠ দিন সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মধুমঞ্চে ‘মহকবি মধুসূদন পদক’ প্রদান আলোচনা সভায় “মধুসূদন ও মেঘনাদবধ কাব্য”-এর উপর আলোচনায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনটাই বর্ণাঢ্য। তিনিই প্রথম বাংলা কবিতাকে আধুনিকতায় অভিষিক্ত করেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি একাধারে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্যের রচয়িতা এবং পত্রকাব্য, সনেট, ট্রাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষ ছন্দে রামায়ণের উপখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য। এই কাব্যের মাধ্যমে তিনি মহাকবির মর্যাদা লাভ করেন।
যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী নাজিব হাসান ও কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু-এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, শাহিদা সুলতানা, খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
আলোচক বৃন্দ ছিলেন, বৃহত্তর যশোর জেলা উপ-প্রধান, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন বি.এল.এফ.এ্যাড. রবিউল আলম, বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মামুন কাদের, যশোর সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, কেশবপুর মধুসূদন একাডেমীর পরিচালক কবি খন্দকার খসরু পারভেজ, মনিরামপুর সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ সফিয়ার রহমান, দৈনিক প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি (জাতীয় পুরস্কারপ্রাপ্ত) মোঃ মনিরুল ইসলাম।
মহাকবি মাইকেল মধুসূদন পদক-২০২৩ পেয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষক ড. কুদরত-ই-হুদা । মধুমঞ্চে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম তার হাতে পদক তুলে দেন।
কেশবপুর উপজেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর পর ছিল আলোচনা সভা। ৫ ম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও মধুভক্তরা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে। আলোচনা সভা শেষে মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, মনিরামপুর নিউ ঐশি দলের জারি গান, নাটক বিবর্তন ও যশোর দি চ্যালেঞ্জার অপেরা কতৃক যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’ মঞ্চস্থ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।