খুলনার খবর || যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে বিভাগগুলোতে সমাবেশ করছে বিএনপি ও সমমনা দলগুলো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনাতেও সমাবেশ হয়েছে। একই দিন এক ঘণ্টার ব্যবধানে এক কিলোমিটার দূরত্বে সমাবেশ করছে খুলনা মহানগরআওয়ামী লীগ।
আজ শনিবার নগরীর কেসিসি মার্কেটের সামনে বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো,নেতা কর্মীদের মুক্তির দাবি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে সমাবেশ করেছে বিএনপি।
অপরদিকে নগরীর শিববাড়ি মোড় এলাকায় বেলা তিনটায় ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ শান্তি সমাবেশের ডাক দিয়েছে নগর আওয়ামী লীগ।
দুই দলের সমাবেশ কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হলেও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। বিভাগীয় সমাবেশকে সফল করতে ১০ দিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে খুলনা বিএনপি।খুলনার ১০টি জেলা ও ৫৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেয়।
এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায়সহ জ্যেষ্ঠ নেতারা।
অপরদিকে নগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে মহানগর আ. লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান,খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ,মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে বলা হয় , সমাবেশগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল পুলিশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।