পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যুগান্তরের দুই যুগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত সাংবাদিক কিরণ সাহা কচি’র স্মরণে প্রথমবারের মত কিরণ সাহা কচি সম্মাননা-২০২৩ পেলেন কেশবপুরের প্রথিতযশা সাংবাদিক ও কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান।
দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রয়াত সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে বুধবার (১ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান কিরণ সাহা কচির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন।
স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ যুগান্তরের জন্মদিনের কেক কাটেন।
অনুষ্ঠানে যুগান্তর পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও উত্তরীয় পরিয়ে দেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।এই সম্মাননা পাওয়ায় কেশবপুরের সাংবাদিকবৃন্দ ও সচেতনমহল তাকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।