খুলনার খবর || বেলজিয়ামের রানী মাথিল্ডে আজ সোমবার ঢাকায় আসছেন।জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে৬-৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি।গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র ও জন কূটনীতি উইংয়ের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন রানী মাথিল্ডে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ আব্দুল মোমেন।রানী মাথিল্ডে বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে।
বাংলাদেশ সফরে রানি মাথিল্ডে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। তিনি ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। এছাড়া নারায়ণগঞ্জে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন তিনি।
রানী মাথিল্ডে ১৯৭৩ সালে ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম স্থানীয়ভাবে জন্মগ্রহণকারী বেলজিয়ামের রানী। তিনি শিক্ষা, শিশু দারিদ্র্য, আন্তঃপ্রজন্মীয় দারিদ্র্য, সমাজে নারীর অবস্থান এবং সাক্ষরতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন।উল্লেখ্য, ২০০৯ সাল থেকে রানী মাথিল্ডে ইউনিসেফ বেলজিয়ামের সম্মানসূচক সভাপতি ছিলেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদানের জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি ব্রেস্ট ইন্টারন্যাশনাল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট, যা সারাবিশ্ব থেকে একাডেমিক স্তন ক্যান্সার গবেষণা গ্রুপের জন্য একটি অলাভজনক সংস্থা।
তিনি ২০০১ সালে প্রিন্সেস মাথিল্ডে ফান্ড (বর্তমানে রানী মাথিল্ডে ফান্ড) স্থাপন করেন, যা দুর্বল ব্যক্তিদের যতের প্রচার করে এবং একটি নির্দিষ্ট খাতে ভালো কাজের জন্য একটি বার্ষিক পুরস্কার প্রদান করে। খাত প্রতিবছর পরিবর্তিত হয়। এসবের মধ্যে রয়েছে প্রাথমিক বছরের শিক্ষা, মহিলাদের স্বাস্থ্য, এবং যুবকদের সহিংসতা থেকে রক্ষা করা।
সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানি মাথিল্ডে এছাড়া তিনি খুলনায় আসবেন। সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করবেন বলে জানা গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।