সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি, খুলনা || খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি কৃতি ফুটবলার বিশিষ্ট শিল্পপতি আব্দুস সালাম মূর্শেদীর বোন মোছা:নুরুন্নাহার এর মৃত্যুতে তেরখাদা প্রেসক্লাব কমিটি শোক প্রকাশ করেছেন।
এছাড়া তেরখাদা উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,কৃষক লীগ ,শ্রমিক লীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ তেরখাদা উপজেলার সর্ব স্তরের মানুষ গভীরভাবে শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্তপরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপির বোন মোছা: নুরুন্নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন।তিনি ৫ ফেব্রুয়ারী রবিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার খিলগাঁও চৌধুরী পাড়ায় নিজস্ব বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আজ ৬ই ফেব্রুয়ারী ~২০২৩ ইং সোমবার আছরের নামাজের পর খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।