পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || কৃষিই সমৃদ্ধি” ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বিভিন্ন ফসলের উন্নত জাত, প্রযুক্তি প্রদর্শনী স্থাপন ও গ্রহণ করণ কার্যক্রমের কৃষক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।এটি বাস্তবায়ন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।
গতকাল রোববার (৫ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত কৃষক ব্রিফিং ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।এসময়ে উপস্থিত ছিলেন, আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বজিৎ দাশ সহ রাজস্ব খাতের প্রদর্শনী ভূক্ত কৃষকবৃন্দ।
এসময়ে রাজস্ব খাতের প্রদর্শনী ভূক্ত গম, পেঁয়াজ, ভুট্টার প্রত্যেককে ১০ জন ও সরিষার ৩০ জন মোট ৬০ জন কৃষকদের ১৫শ টাকার করে নগদ চেক প্রদান করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।