এম,কে জামান সুমন, ঢাকা || বাংলাদেশ খেলাফত মজলিসের উদোগে রাজধানীর গুলিস্তান পার্কে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার, সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের উদোগে রাজধানীর গুলিস্তান পার্কে বাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর শায়খুল হাদিস আল্লামা ইসমাইল নুরপুরী এর সভাপতিত্বে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব কারাবন্দি মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ সকল কারাবন্দি আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, সর্বস্তরে ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করনের দাবিতে এবং জাতীয় পাঠ্যক্রম ইসলামী শিক্ষা সংকোচন এর প্রতিবাদে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন এর পরিচালনায় বক্তব্য রাখেন যথাক্রমে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ শাহাবুদ্দীন, মুফতি হাসান মুরাদাবাদী, হাফেজ শহীদুর রহমান, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুন নূর, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সামিউর রহমান মূসা, মাওলানা আনোয়ার আলী, ঢাকা মহানগরী সহ সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলার বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিস এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর সমালোচনা করা হয় সেই সাথে পাঠ্যপুস্তকের দ্রুত সংমোধন ও শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।