সাগর কুমার বাড়ই,তেরখাদা,খুলনা || বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় ৫২তম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম সংকীর্তন~২০২৩ অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা তেরখাদা উপজেলার প্রান কেন্দ্রে তেরখাদা সাহা পাড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ৫ই ফেব্রুয়ারী রবিবার দিবাগত সন্ধ্যা ৭ ঘটিকায় ভজন কীর্তন, হরি কথা আলাপন,রাত ৮ ঘটিকায় মঙ্গলঘট স্থাপন করে শুভ অধিবাসের কার্যক্রম শুরু ও শ্রী শ্রী গীতা পাঠ অনুষ্ঠিত ও মহা প্রসাধ বিতরণ করা হয়।
৬ই ফেব্রুয়ারী সোমবার সূর্য উদয় থেকে ৯ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার অরুনাদয় পর্যন্ত ২৪ প্রহর (৩দিন ব্যাপী) অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
মানুষ অমৃতের সন্তান।কলিযুগে মানুষ রিপুর তাড়নায় তাঁর উৎস ও অস্তিত্বকে বিস্মৃত হয়ে উদভ্রান্তের মত মরিচিকার পিছনে ছুটে চলেছে।অর্থ,বিত্ত,স্বীয়স্বার্থ জড়িত নেতৃত্ব আর লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে সত্য ও সুন্দরের পথ খুঁজে পাচ্ছে না।এই দুঃখময় অবস্থান থেকে মুক্তি পেতে প্রেমময় শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত পুন্য পথ পানে যাত্রা করতে হবে।
সেই যাত্রা পথের পাথেয় সংগ্রহের উদ্দেশ্যে প্রতিবারের ন্যায় এবারও তেরখাদা সাহা পাড়ায় কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন ।
শ্রী শ্রী মহানাম সংকীর্তন নাম সুধা বিতরণ করেন
১ ) শ্রী শ্যামা সম্প্রদায়-মাগুরা
২ ) শ্রী শিব শংকর সম্প্রদায়
৩ ) শ্রী চন্দ্রাবলি সম্প্রদায়-বরিশাল
৪ ) শ্রী জয় গুরু সনাতন সম্প্রদায়
৫ ) শ্রী চন্দ্রাবলি সম্প্রদায়-ফরিদপুর
৬ ) শ্রী জয় গৌর সম্প্রদায়
শ্রী শ্রী মহানাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু ও সহকারী শিক্ষক বৃন্দ।
চিত্রা মহিলা কলেজের শিক্ষক বৃন্দ,তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম শহীদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৫ নং তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান অহিদ,মহিলা সদস্য শামিরন খাতুন,উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,দুর দুরন্ত থেকে আগত ভক্তবৃন্দ মধুর মহানাম সংকীর্তন শ্রবণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।