সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || যুবলীগের উদ্যোগে ফুলবাড়ীগেটে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়ছে।গতকাল (১০ ফেব্রুয়ারি) শুক্রবার আছরবাদ খানজাহান আলী থানা যুবলীগরে আহবায়ক ও যোগীপোল ইউনয়িন পরিষদরে চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের নতেৃত্বে ফুলবাড়ীগটে জনতা র্মাকটে চত্ত্বর থেকে শান্তি মছিলি বের হয়।
মিছিলটি পরর্বতি সংক্ষপ্তি সমাবশে থেকে আজ শনিবার ফুলবাড়ীগটে শান্তি পথযাত্রার ঘোষনা দওেয়া হয়। মছিলটি খুলনা যশোর মহাসড়করে ফুলবাড়ীগটে, মানিকতলা মাইলপোষ্ট এবং মীররেডাঙ্গা পট্টেোলয়িাম র্সাভিস হয়ে ফুলবাড়ীগটে আওয়ামী লীগরে দলীয় র্কাযালয়ে এসে শষে হয়।
মিছিল পরর্বতি সংক্ষপ্তি সমাবশে খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগীপোল ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং ওর্য়াড যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ আল মামুনের সঞ্চালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফ্উান্ডশেনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ই্উসুফ আলী খলফিা, খুলনা জেলা পরষিদের সদস্য ও খানজাহান আলী থানা জাতীয় শ্রমিকলীগের সাংগঠানিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, ওর্য়াড আওয়ামী লীগ নেতা আবু হেনা বাবলু, যুবলীগ নেতা শেখ তরকিুল ইসলাম সহ আরো অনেকে
সংক্ষিপ্ত সমাবশে থেকে আজ শনিবার শান্তির পথযাত্রার ঘোষনা দেন খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগীপোল ইউনয়িনরে চেয়ারম্যান মো.সাজ্জাদুর রহমান লিংকন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।