অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || বাগেরহাটের মোংলায় নদীর পাড় থেকে সদ্যভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ শনিবার (১১ই ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান,শনিবার সকালে পৌর শহরের ১ নম্বর জেটি ও মামার ঘাটের মাঝামাঝি স্থানে মোংলা নদীর পাড়ে পলিথিনের ব্যাগে পেঁচানো/মোড়ানো এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকটি একটি ছেলে শিশু। তার একটি হাতও ভাঙ্গা রয়েছে। সদ্যভূমিষ্ঠ মৃত নবজাতকের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন,কে বা কারা এটি ফেলে রেখে গেছেন, এ ঘটনায় খোঁজ খবর নেয়ার পাশাপাশি আইন ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।শুক্রবার রাতে নাকি শনিবার ভোরে ও সকালে নবজাতকের এ লাশটি নদীর পাড়ে ফেলা হয়েছে তা নিশ্চিত জানা যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।