সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় খুলনা ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল ১১ই ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার আওয়ামী লীগ অফিস চত্বরে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন (ডুমুরিয়া-ফুলতলা)খুলনা-০৫ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
উক্ত শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন,খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএম সুলতান আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্ল্যা সোহেল রানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শোভা রাণী হালদার,ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম,উপজেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি অরিন্দম মল্লিক,জেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ বিশ্বাস শিমুল,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ ইকবাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মোশাররফ হোসেন জোয়ার্দার কচি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছফর হোসেন জোয়ার্দার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।