সোহেল হোসেন,লক্ষীপুর প্রতিনিধি || বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। বাধা-বিপত্তি যতই আসুক,১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে আছি। সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বেগবান করবো।
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত নেতাদের দেখতে এসে তিনি এই কথা বলেন। এই সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন সাহেদ বলেন, পদযাত্রা শেষে বক্তব্যের প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে বিএনপির ১০-১৫ নেতাকর্মী আহত হয়ন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।