খুলনার খবর || ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় উদযাপিত হয়েছে সুন্দরবন দিবস।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) খুলনা প্রেস ক্লাবে বেসরকারি সংগঠন সুন্দরবন একাডেমি ও প্রেস ক্লাবের আয়োজনে সুন্দরবন ভিত্তিক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।
বক্তৃতা করেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ইউসুপ আলী, বেসরকারি সংগঠন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুলনা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ।
এসময় বক্তারা বলেন, দেশের সামগ্রিক পরিবেশসহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও সুন্দরবন নির্ভর মানুষের জীবিকা জীবন রক্ষায় সুন্দরবনের ভূমিকা প্রশ্নাতীত। সুন্দরবনের প্রতি মমত্ববোধের জায়গা থেকে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সুুন্দরবনের জন্য আলাদা মন্ত্রনালয় ও জাতীয় পর্যায়ে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালনের দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।