মোঃ তাজমুল ইসলাম,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি || মাদক সেবন ও জুয়া খেলার সময় নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ চার জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো-লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সোহেল রানা,নড়াইল সদরের বুড়িখালী গ্রামের আজহার মোল্যার ছেলে আলমগীর মোল্যা , আক্কাস শেখের ছেলে আমিনুর শেখ এবং মহিয়ার ভূইয়ার ছেলে হুমায়ুন কবির।
পুলিশ সূত্রে জানা গেছে,ডিবি পুলিশের একটি দল সোর্সের মাধ্যমে জানতে পারে বুড়িখালী এলাকায় একটি জুয়ার আসর বসেছে। রোববার রাতে ডিবির এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে বুড়খালী গ্রামের নারগিস বেগমের রান্নাঘর থেকে মাদক সেবনরত অবস্থায় জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার দুইশত টাকা, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, তাস ও একটি মোবাইল ফোন জব্দ করে।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল জানান,আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদক ও জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গতকাল সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।