বেনাপোল প্রতিনিধি || দীর্ঘ ১০ মাস দায়িত্ব পালন শেষে বেনাপোল পৌরসভার প্রশাসক জনাব নারায়ন চন্দ্র পাল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার ১৩ (ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল পৌরসভার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বেনাপোল পৌরসভা। এ সময় পৌরসভার নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
এর আগে গত (২৭ এপ্রিল) ২০২২ বুধবার মেয়র আশরাফুল আলম লিটন সহ পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রশাসক পদে উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালকে নিয়োগ প্রদান করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা প্রজ্ঞাপন জারি করে।
বেনাপোল পৌরসভার নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব ভার গ্রহণ কালে (ভূমি) ফারজানা ইসলাম ও বিদায়ী প্রশাসক নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল একে অপরের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন। এবং নতুন প্রশাসক হিসাবে যথাযথ ভাবে দায়িত্ব পালনের বিষয়ে বেনাপোল পৌরসভার সদ্য বিদায়ী প্রশাসক জনাব নারায়ন চন্দ্র পাল সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলামকে পৌরসভার দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।