শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি || মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর আহসান হাবিব বলেছেন,সুষ্ঠু সমাজ ব্যবস্থার উন্নয়ন ও চরিত্র গঠনে রোভার স্কাউটস এর বিকল্প নাই। আজকের রোভার স্কাউটসরাই স্মার্ট বাংলাদেশের কারিগর।উল্লেখ করে তিনি বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের সহ শিক্ষা গ্রহণ করতে হবে।
বোর্ড চেয়ারম্যান বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য স্মার্ট নাগরিক প্রয়োজন।এ ক্ষেত্রে ছেলে-মেয়েরা সমান শক্তি নিয়ে সামনে এগিয়ে যাবে এবং পরবর্তী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ কারিগরের ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে ৫ দিন ব্যাপি চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চিপ শিকদার রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি জিয়াউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,মহিলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,অধ্যক্ষ মিহির বরণ মন্ডল,রবিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন,রিপন কুমার মন্ডল,কওছার আলী জোয়াদ্দার,আব্দুল মান্নান গাজী,শাহজাদা আবু ইলিয়াস,চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর সম্পাদক মাহমুদ হোসেন,পরিচালক আবুল খায়ের,প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার,প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি,কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান,এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক সজিব শেখ।প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম,প্রভাষক মোমিন উদ্দীন,আব্দুর রাজ্জাক বুলি সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।