খুলনার খবর || খুলনা মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ শনিবার বিকাল ৩টায় পথযাত্রা কর্মসূচি শুরু হবে।
পদযাত্রা খুলনা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পিকচার প্যালেস মোড়, ফেরিঘাট মোড় হয়ে শিববাড়ি ঘুরে কেডিএ এভিনিউ সড়ক দিয়ে রয়্যাল চত্ত্বরে এসে পথসভার মধ্যদিয়ে শেষ হবে।
পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু। সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা সহ বিএনপির নেতা কর্মীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।