কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত মঞ্জু মন্ডল (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে।গতকাল রোববার বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত মঞ্জু মন্ডল উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে।
এ ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় বিলগাথুয়া গ্রামে প্রতিপক্ষের লোকজন ৭ থেকে ৮টি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং গরু-ছাগল ও ঘরের মূল্যবান আসবাবপত্র লুট করার খবর পাওয়া গেছে। আগুনের খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস এর কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আধিপত্য বিস্তার করা নিয়ে গত শুক্রবার বিকেলে বিলগাথুয়া গ্রামে দু’গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ও ককটেল বিষ্ফোরণে ৬ থেকে ৭ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মঞ্জু মন্ডল ও রাাজিব নামে অপর জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জু মন্ডল মারা যায়।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন তৌহিদুল, মহিদুল, আশরাফুল ইসলাম ও চাঁদ আলী সহ ৭/৮টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা গরু-ছাগল ও ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান জানান,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুন দেবার ঘটনায় এখনও কেউ মামলা দায়ের করেনি বলে তিনি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।