সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে কাঁঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ২০শে ফেব্রুয়ারি সোমবার কাঁঠালতলা বাজার কাঁচামাল চত্ত্বরে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
মোট ৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৯ জন ভোটার উপস্থিতি হয়ে তাদের পছন্দের প্রতিকে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে চেয়ার প্রতিকে আব্দুল আজিজ শেখ ,সাধারণ সম্পাদক ফুটবল প্রতিকে মোঃ হাসান শেখ, সাংগঠনিক সম্পাদক মইক প্রতিকে মোঃ আব্দুর রশিদ গাজী, কোষাধ্যক্ষ কলম প্রতিকে মোঃ হাফিজুর রহমান শেখ ও সহ-সভাপতি আনারস প্রতিকে মোঃ আসাবুর রহমান বিজয়ী হয়েছেন। এর আগে সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল্যাহ মোল্লা, দপ্তর সম্পাদক প্রহল্লদ দাস, ক্রীড়া সম্পাদক মোঃ হায়দার আলি, কার্যনির্বাহী সদস্য এসএম সিদ্দিকুর রহমান ও আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বিন্ধীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডি অফিসারের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক এসএম আব্দুর রাজ্জাক,সহকারি হিসেবে ছিলেন শিক্ষক মোঃ হাসেম আলি ও আব্দুল গফুর।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই ফরিদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন। শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিএম ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক এমএম আবদুল্লাহ, শেখ বিল্লাল হোসেন ও আজহারুল ইসলাম গাজী প্রমূখ সম্মানিত ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।