চুয়াডাঙ্গা প্রতিনিধি || এক লাখ ৪৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গায় ক্যাম্পেইন হয়েছে। আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,জেলার মোট ৮৯৬টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৬৫১ শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২৭ হাজার ২৯৭ শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক ও ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক নিয়োজিত থাকবেন।
সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসান ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান,চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু, টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।