শরিফুল ইসলাম || ভাষা শহীদেদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে খুলনায়। প্রথম প্রহরে খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে খুলনা সিটি মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষ। গেল কয়েকবছর করোনা মহামারির জন্য বিধিনিষেধের মধ্যে পালিত হলেও এবার কেটে গেছে সেই বাধ্যবাধকতা। তাই যেন শহীদ বেদী ছেয়ে গেছে শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্য।
আগের বছরগুলোতে করোনা মহামারির নানা বিধিনিষেধের মধ্য দিয়ে পালিত হয় ২১ ফেব্রুয়ারি। তবে সে সব বাধ্যবাধকতা কেটে গেছে এই বছর। তাই সারাদেশের ন্যায় খুলনায়ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় ও স্থানীয় শহীদ বেদী ভরে উঠে ফুলেল শ্রদ্ধায়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।