খুলনার খবর || বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী ২ জনের মৃত্যু হয়েছে।আজ বুধবার দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার মূলঘর শিশু সদন বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন, উপজেলার কাকডাঙ্গা এলাকার মোজা সরদারের ছেলে শাকিব সরদার (২২) ও একই এলাকার মহর আলীর পুত্র সাদিক (২৩)।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ মো: আলিমুজ্জামান জানান, দুপুর সোয়া ২ টার দিকে নিহত দু’বন্ধু ফকিরহাট থেকে মোল্লাহাট যাচ্ছিলেন। পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি পরিবহন তাদের ধাক্কা দিলে তারা রাস্তার ওপর পড়ে যান। মাথায় গরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এঘটনায় বাস কিংবা চালক কাউকেই আটক করা সম্ভব হয়নি।এঘটনায় মাহিন্দ্রা চালক আহত হয়েছে।ক্ষতিগ্রস্থ হয়েছে তার মাহিন্দ্রাটি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।