সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || ২১শে ফেব্রুয়ারী~২০২৩ ইং মঙ্গলবার খুলনার জেলার তেরখাদা উপজেলা প্রশাসনের আয়োজনে তেরখাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।এ লক্ষ্যে উপজেলা প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন সমূহ ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করে।
একুশে ফেব্রুয়ারী রাত ১২টা ০১ মিনিটে সরকারি নর্থ খুলনা কলেজ চত্ত্বরের শহীদ মিনারে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ পুষ্পার্ঘ্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।সকাল ৮ টার দিকে শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনগুলো পুষ্পার্ঘ্য অর্পন করে।
সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা,চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইসচেয়ারম মোঃ শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইসচেয়ারম নাজমা খাঁন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপঙ্কর পাল,উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক ,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম,সাব-রেজিষ্টার মোঃ মাহমুদুর রহমান,প্রধান শিক্ষিকা হোসনেয়ারা চম্পা,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান,ভেটেরনারী সার্জন মোঃ ফারুক হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা।অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।